top of page

Slovakia & Hungary

২৯ জুলাই ২০১৫ - Prague; Czech Republic এর তৃতীয় এবং শেষ দিন, Slovakia & Hungary (Budapest city) এর প্রথম দিন।



প্রতিদিনের মত দৌড়ের উপর ঘুম থেকে উঠে গোসল সেরে প্রস্তুতি নিলাম। আজ আমাদের প্রাক, চেক রিপাবিলিকের শেষ দিন। প্রাকে দেখার অনেক কিছুই ছিল, কাল রাতের খাবারে অনেক আনন্দ পেয়েছিলাম। আজ আমাদের দুটো দেশের উপর দিয়ে যেতে হবে। একটি Slovakia এবং Hungary এর রাজধানী Budapest City তে।


আজ প্রায় ৫ ঘন্টা উপর গাড়িতে থাকতে হল। এখানে বলে রাখা প্রয়োজন ১৮০০ সালের দিকে Czech Republic, Slovakia, Hungary and Austria একই সম্রাজের অংশ ছিল এবং তাদের রাজধানী ছিল ভিয়েনা (Vienna)। প্রথম বিশ্বযু্দ্ধ থেকেই আস্তে আস্তে এই দেশগুলো ভেঙ্গে পড়তে থাকে। রাজারা রাজত্ব হারাতে থাকে। কোন কোন রাজ্য হয়ে যায় কমিউনিজেমের অভ্যস্ত আর কিছুতে যুদ্ধ চলতে থাকে স্বাধীনতার প্রাপ্তির অপেক্ষায়।

Slovakia- এতে ২ ঘন্টা ছিলাম। হত দরিদ্র একটি দেশ এখনো মাথা তুলে দাঁড়াতে পারছেনা। কমিনিষ্ট শাসন চলার কারণে কোন ইনভেষ্টমেন্ট নাই। শুধু কিছু পুরানো দর্শনীয় স্থান আছে। তাও যৎসামান্য। Slovakia শহরের মধ্যে আমাদের গাড়ী প্রায় ৩০ মিনিটের মত চলেছে। দেখে মনে হচ্ছিল এখনো যুদ্ধ চলছে ভিতরে ভিতরে। অনেক দালানের দেওয়াল ভাঙ্গা, রাস্তার লাইটের পিলারে জঙ্গ ধরেছে। এক অদ্ভুত ভুতুরে অবস্থা। মনে হচ্ছিল এখনই পালাই। আমি যেভাবে লিখছি, বাস্তবতা হয়তঃ ভিন্ন হতে পারে, হয়ত আমার দেখার চোখ নাই ভাল কিছু দেখার। আমি চেষ্ঠা করেছি জানার, কেউ আমাকে এই দেশে থাকতে বললে আমি কেন থাকব? উত্তরে কোন জবাব পেলামনা। মন আমাকে হতাশ করেছে। Slovakia নিয়ে বেশি কিছু লিখে সময় নষ্ট করা সমিচিন মনে করছিনা। যা দেখা হয়েছে তাতে নিজে সন্তুষ্ট হতে পারিনি, অন্যকে কি বলব।




Hungary এর রাজধানী Budapest এ এসে আমাদের গাড়ী থামলো ৪টার দিকে; IBIS হোটেলে উঠলাম। ঘন্টা খানিক বিশ্রাম নিয়ে বের হলাম হাঙ্গেরিয়ান মুদ্রা নিতে। এখানে অবশ্যা হাবি জাবি করে নায়। বোর্ডে যা লেখা আছে তাই দিল। রাস্তায় চলার সময় ২টো লোক চোখে পড়ল। একটা অর্ধ নগ্ন ছেড়া কাপড় পড়ে মাটিতে ঘুমাচ্ছে, আরেকটা ভিক্ষা চাচ্ছে খাওয়ার জন্য, দুজনই শেতাঙ্গ। আমাদের দেশেও ভিখারী আছে, তারা ভিক্ষা করে পেটের দায়ে। যে ২টা লোককে দেখলাম তারা পেটের দায়ে ভিক্ষা করছে মনে হল না। মন হল বিয়ারের পয়সা যোগাড় করতে ভিক্ষা করছে। আমি এই প্রথম ইউরোপের মধ্যে প্রয়োজনীয় টাকা ছাড়া বাকী সব হোটেলে রেখে বের হয়েছি। রাস্তায় বেশির ভাগ মানুষকে মনে হচ্ছিল ক্ষুদার্থ, টাকার জন্য যেকোন কিছু করতে পারে। গলির ভেতর যায়নি, হয়তঃ ছিনতায় হতে পারি ভয়ে। আমি হাট্টা খাট্টা জোয়ান ছেলে। আমায় ভয় পেলে কি চলে। তবে মিথ্যা বলার প্রবৃত্তি নাই তাই সোজা বললাম আমার সত্যি Hungary-এর মানুষগুলোকে সুস্থ মনে হয়নি।


বাস ড্রাইভার ডাকতে শুরু করল কিছু দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমরা আজ Budapest এর একটা প্রাসাদ দেখতে পেলাম সাথে Hero’s Square এ গেলাম। তারপর গেলাম Budapest Bath-এ। মানে অনেক বড় একটা সুইমিং পুলে।



বুড়াপাষ্ট বার্থ সম্পর্কে বলি। ১৬০০ শতাব্দির মাঝামাঝি হাঙ্গেরী ইস্তামবুল রাজার অধিনে চলে যায়। তখন ইস্তামবুল রাজা বুডাপেষ্ট এ খনন কাজ শুরু করে তৈল এবং গ্যাসের জন্য। বুডাপেষ্ট এর কিছু জায়গায় পানি থেকে ধোঁয়া উঠত এবং তা উল্লেখ্যযোগ্য পরিমাণ। তাদের এ সন্দেহ সত্যিতে পরিনত হয়নি বটে। বুডাপাষ্ট এর মাটির গভীর থেকে গরম পানি পাওয়া যাচ্ছিল। যাতে প্রচুর পরিমান মিনারেল আরো কি কি জানি আছে। তখন ইস্তাবুল রাজা এই গরম পানিকে ট্রেডে পরিনত করার জন্য Budapest Bath চালু করেন। ৩-৪শ বছরের পুরানো সুইমিং পুল এখনো অক্ষত আছে। আজকে আমরা গুটি কয়েক বুডাপেষ্ট বাথ করে আসলাম। পানিটা একটু সাধারণের তুলনায় গরম ছিল। তবে ১৫ ইয়োরো খোয়াতে হল, সুমিং এবং ফিরতি টেক্সি বাবদ।



দুনিয়ার সব চাইতে বড় বুলসিট। এই হাঙ্গেরিয়ান হট বাথ্‌ মনে হচ্ছিল। ইস্তামবুল সম্রাটের শাসন আমলে হাঙ্গেরীতে ব্যাপক অভিজান চালানো হয় মাটির নিচের তৈল ক্ষেত্র খুঁজতে। এত খুড়াখুড়ির পরও হাঙ্গেরীতে তৈল পাওয়া যায় না গেলেও শেষ মেষ পাওয়া গেল গরম পানি, সেই গরম পানিকে ব্যবহার করে তারা একটা ইন্ডাষ্টি তৈরী করেছে। পৃথিবীর সব চাইতে বড় সুইমিং পুল এই হাঙ্গেরীতেই আছে। বিপুল পরিমান পর্যটক এই হট বাথ্‌ নিতে আসে। আমিও দেখলাম জীনিসটা কেমন; ব্যতিক্রম মনে হলনা কিছুই তাই ‍বুলসিট লাগছিল।




আমরা বাংলাদেশিরা হাঙ্গেরীকে একটা কারণে চিনি, তাহল নকিয়া মোবাইল ফোন প্রস্তুত কারক হিসাবে। হাঙ্গেরি এখন আর কোন ফোন প্রস্তুত করেনা। তারা এখন গাড়ি উৎপাদন করে (মার্সেডিসের কিছু নির্দিষ্ট মডেল, সুজুকি, জেনারেল মটর আর আছে)। তারা এখন সার্ভিস এবং প্রডাক্টশন ইন্ট্রাট্রিজের দিকে ঝুঁকছে। হাঙ্গেরিতে মানসম্পদ সস্তা।


হোটেলে এলাম, এখন মাথা ব্যাথা শুরু হয়ে গেছে বুডাপেষ্ট বাথ নিয়ে। নিচে গেলাম একটা সেন্ডুইস খেয়ে অসুধ নেওয়ার পর নিস্তার। বুডাপেষ্ট কিন্তু এক শব্দ না। Buda হচ্ছে সিটির একটা অংশের নাম Pest হচ্ছে অন্য একটি অংশের নাম। সবাই রাজধানীর দুটি অংশকে একসাথে ডাকে Budapest।

Featured Posts

Recent Posts

Archive

Search By Tags

Follow Me :

  • Blogger Social Icon
  • LinkedIn Social Icon
  • Facebook Basic Square
bottom of page